অনুব্রতকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বাম আমলেও গুসকরা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন
নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার দুপুরে ওই অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। গুসকরার স্কুলমোড় থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস। ইঁটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন নামে এক তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডলের প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিত্যানন্দের বিরুদ্ধে। এদিনই নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে বর্ধমান আদালতে পাঠায় পুলিস।
আরও পড়ুন-পুজোর আগেই ভাঙাচোরা বেহাল রাস্তা মেরামতির নির্দেশ নবান্নের
এদিকে বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন নিত্যানন্দবাবু। তিনি বলেন, 'কেষ্ট মণ্ডল ওঁর স্ত্রী অসুখের সময় আমার কাছ থেকে ২০ লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা উনি ফেরত দিচ্ছিলেন না। ছাড়া পেয়ে ফের ওর কাছে টাকা চাইব। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বের কাছে যাব।' এবিষয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।
আরও পড়ুন-পুজোর আগেই ভাঙাচোরা বেহাল রাস্তা মেরামতির নির্দেশ নবান্নের
তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বাম আমলেও গুসকরা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। বিগত পুরবোর্ডের পুরসভার পূর্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন।গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দবাবু দলের মধ্যেই একাধিকবার বিতর্কে জড়িয়েছেন।