নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতী নিয়ে অশান্তি অব্যাহত। বরখাস্ত হওয়ার পরই বিস্ফোরক বক্তব্য বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেনের। প্রতিহিংশা চরিতার্থ করতেই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিশ্বভারতী চলছে না সুস্থ ভাবে চলছে না বলেই এ দিন দাবি করেছেন তিনি। প্রতিশোধের স্পৃহা থেকে এই সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্নীতির অভিযোগ এনে অবসরের দিনই বরখাস্ত করা হয়েছে বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেনকে। কর্ম সমিতির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বিকৃত করে নিজের নাম সুপারিশ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 


আরও পড়ুন: ১ দিনে করোনায় মৃত্যু ৫০ জনের, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৯,৭৮৫


বিশ্বভারতীর বর্তমান অবস্থা নিয়েও সরব হয়েছেন সবুজকলি সেন। তিনি বলেন,  বিশ্বভারতী একের পর ব্যাক্তিকে শোকজ, সাসপেন্ড করা হচ্ছে। অধ্যাপকদেরও সাসপেন্ড করা হচ্ছে। রিটারমেন্টের টাকা আটকে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে বিশ্বভারতীতে একটা অসুস্থ পরিস্থিতি চলছে। তাঁর মন্তব্য, ইতিমধ্যেই এই দু-বছরে ২৪ থেকে ২৬ টি মামলা হয়েছে। আরও হবে।"


প্রসঙ্গত এদিন বরখাস্ত করা হয় প্রাক্তন রেজিস্ট্রার সৌগত চট্টোপাধ্যায় ও প্রাক্তন ফিনান্স অফিসার সুমিত রায়ও। এর আগে এই তিনজনকে শোকজ করা হয়েছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।