নিজস্ব প্রতিবেদন: মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারনার অভিযোগ। এই খবর পাওয়ার পরই হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের। ঘটনায় ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সল্টলেকের ইসি ব্লকে কল সেন্টারের নামে অফিস ভাড়া নিয়ে এই প্রতারণা চক্র চলত। তল্লাসি চালিয়ে প্রচুর কাস্টমার ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ভুয়ো এগ্রিমেন্ট পেপার, বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড উদ্ধার করেছে গোয়েন্দা বিভাগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ভাড়া বৃদ্ধি না হলে বাস মালিকদের অন্নসংস্থানের দায়িত্ব সরকারের: বাস মালিক সংগঠন


পুলিস সূত্রে খবর, মোবাইল টাওয়ার বসানোর নাম করে মানুষকে ফোন করত এই অভিযুক্তরা। সেই টাওয়ার বসাতে গেলে জিএসটি, আর্টিজিএস, দূষণ, পরিবহণ-সহ বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবি করা হত। এই ব্যবসা করার জন্য জরুরি নথিপত্র চাওয়া হলেও, অভিযুক্তরা তা দেখাতে পারেনি।  এরপরেই ওই অফিস থেকে দুজনকে গ্রেফতার করা হয়। শুধু এ রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই চক্র কাজ করছে বলে সন্দেহ পুলিসের। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।