নিজস্ব প্রতিবেদন : একশো দিনের কাজের টাকা নিয়ে বড়সড় প্রতারণা। প্রতারণার শিকার হলেন প্রায় ১১০০ গ্রামবাসী। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া ব্লকের মুরাগাছা গ্রাম পঞ্চায়েতের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নদিয়ার নাকাসিপাড়া ব্লকের মুড়াগাছা গ্রাম। অভিযোগ, ১০০ দিনের কাজ করেও হাতে টাকা পাননি গ্রামের হাজারেরও বেশি মানুষ। যুবক থেকে বৃদ্ধা সকলেই প্রতারণার শিকার হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকেই কয়েক কোটি টাকা আত্মসাত্‍ করা হয়েছে। আর এই প্রতারণার সঙ্গে জড়িত পঞ্চায়েতেরই কিছু ব্যক্তি।


আরও পড়ুন, পঞ্চায়েতে দলের কাণ্ডারী মুকুল নাম-ই জানেন না রাজ্য নির্বাচন কমিশনারের!


গ্রামবাসীরা জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের টাকা ঢুকছে না দেখেই সন্দেহ হয় তাঁদের। ব্যাঙ্কে খোঁজখবর নিতে যান তাঁরা। তখনই ধরা পড়ে আসল কীর্তি। দেখা যায় প্রত্যেকের নামেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। আর সেখান থেকেই তোলা হয়েছে সমস্ত টাকা।


আরও পড়ুন, মানসিক অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের


মুড়াগাছা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই ঘটনায় পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন স্থানীয় বিধায়ক। গোটা ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।



আরও পড়ুন, মত্ত যুবকদের তাণ্ডবের প্রতিবাদ, ভয়ঙ্করভাবে নিগৃহীত স্থানীয় মহিলারা