নিজস্ব প্রতিবেদন: GTA-এর কার্যপ্রণালি স্বচ্ছ করতে এবার নগদে লেনদেন নিষিদ্ধ করল রাজ্য সরকার। রাজ্য অর্থ দফতরের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, জিটিএ-র যাবতীয় লেনদেন এবার থেকে করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে। নবান্ন সূত্রের খবর, জিটিএর অডিটে বেশ কিছু অনিয়মের সন্ধান মিলেছে। দুর্নীতি রুখতে তাই নগদে লেনদেন বন্ধ করার নির্দেশিকা জারি করেছে সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১২ জুন থেকে শুরু হয় জিটিএর বিশেষ অডিট। গত ৫ বছরে জিটিএর আয়ব্যয়ের হিসাব খতিয়ে দেখেন রাজ্য সরকারের হিসাবরক্ষকরা। নবান্নের সূত্রের খবর, সেই অডিটে বেশ কিছু গরমিল ধরা পড়েছে। বহু প্রকল্প খাতায় কলমে থাকলেও বাস্তবায়িত হয়নি। গায়েব হয়ে গিয়েছে প্রকল্পের টাকা। বিনয় তামাংকে জিটিএর মসনদে বসানোর পর সেই ঘটনার আর পুনরাবৃত্তি চায় না রাজ্য সরকার। দুর্নীতি রুখতে তাই জিটিএর যাবতীয় লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে। 


আরও পড়ুন - দেশে প্রথম 'পোষ্য কর' চালু করল পঞ্জাব


সঙ্গে জানানো হয়েছে, প্রকল্প বাস্তবায়িত করতে হবে সরকারি নিয়ম মেনে। প্রথমে বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দিতে হবে। ছাড়পত্র পেলে দরপত্রের মাধ্যমে দিতে হবে বরাত। যাবতীয় লেনদেন করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে।