গোডাউন যেন জতুগৃহ! মজুত শয়ে শয়ে গ্যাস সিলিন্ডার
গ্যাস গোডাউনের ভিতরে যে অবৈধ ছিল কারবার চলছে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন গ্রামবাসীরা।
নিজস্ব প্রতিবেদন: বে আইনি ভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগ। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা জলপাইগুড়ির নাউয়া পাড়া এলাকায়।
আরও পড়ুন: দেশজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক, বাড়তে পারে জিনিসপত্রের দাম!
গ্যাস গোডাউনের ভিতরে যে অবৈধ ছিল কারবার চলছে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন গ্রামবাসীরা। বেশ কিছুদিন দেখার পর সোমবার সকালে জলপাইগুড়ির নাউয়াপাড়া এলাকার ওই গ্যাস গোডাউন থেকে প্রচুর কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সঙ্গে গ্যাসে গন্ধে ভরে যায় এলাকা। গ্রামবাসীরা এদিন জড়ো হয়ে ওই গোডাউনে ঢোকার চেষ্টা করেন। প্রথমে গোডাউনের মালিক ও কর্মীরা গ্রামবাসীদের ঢুকতে বাধা দেয়। দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। দেখা যায় গোডাউনে প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছে। অভিযোগ, ওই গ্যাস সিলিন্ডারগুলি পিচ গলানোর কাজে ব্যবহৃত হত। যদিও অভিযোগ অস্বীকার করেছে গোডাউন মালিক। পুলিস তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।