নিজস্ব প্রতিবেদন:  চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ায়  নির্দিষ্ট দিনে ঘর ছেড়ে দিতে বলেছিলেন বাড়িওয়ালা। কিন্তু ভাড়াটে তখনও নতুন বাড়ি ভাড়া খুঁজে পাননি। ঘর না ছাড়ায় ভাড়াটে  দরজার খিল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাড়িওয়ালা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদার শিমুরালি রেলস্টেশন সংলগ্ন শ্রীনগর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নজরে লোকসভা নির্বাচন, আজ নবান্নে বৈঠকে মুখোমুখি চন্দ্রবাবু -মমতা


১ বছর ৭ মাস আগে শ্রীনগরের বাসিন্দা আনন্দ দাসের বাড়িতে ঘর ভাড়া নেন স্বপন বিশ্বাস এবং বিকাশ দাস নামে দুই বন্ধু। ১৯ নভেম্বর তাঁদের ওই  ঘর ছেড়ে দেওয়ার কথা । রবিবার বিকেল রান্না  করছিলেন ভাড়াটিয়া সমকামী বিকাশ। অভিযোগ,  ৪টে নাগাদ বাড়ির মালিক এবং তাঁর স্ত্রী দুজনে ভাড়া ঘরে থাকা বিকাশ দাসকে প্রথমে গালিগালাজ  করে।  পরে দরজার খিল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: অমিত শাহ ব্যস্ত থাকায় তারাপীঠে রথযাত্রার নির্ঘণ্ট পিছল বিজেপি


 হাত ও কানের পাশে ফুলে গিয়েছে বিকাশের।   এই ঘটনায় চাকদা থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত ওই যুবক । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিকের স্ত্রী। স্থানীয়দের দাবি, বিকাশ ও স্বপন সমকামী। তাঁদের একসঙ্গে থাকাটা মেনে নিতে পারেননি বাড়িওয়ালা। তা নিয়েই ঘটনার সূত্রপাত।  


আরও পড়ুন: ফাঁকি বরদাস্ত নয়, অর্জুনের নম্বর কেটে বুঝিয়ে দিলেন মমতা