নিজস্ব প্রতিবেদন:  ভ্যাকসিন নিয়ে বাংলার মানুষের উদ্বেগের কোনও কারণ নেই। সাহায্য করবে রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফ থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশাসন থেকে জানান হয়েছে, যাঁরা বেসরকারি হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছেন, তারা যাতে দ্বিতীয় ডোজ ঠিক সময়ে নিতে পারেন, সেদিকে নজর দেবে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালকে সাহায্য করবে সরকার। 


আরও পড়ুন: পয়লা মে থেকে টিকাকরণে অনিশ্চয়তা! রাজ্যের পদক্ষেপ চায় বেসরকারি হাসপাতাল


প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে টিকাকরণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু। বিপুল পরিমাণে প্রয়োজন টিকা। কিন্তু সেই বিপুল টিকা মজুতের পরিকাঠামো নেই। সরকারের সহযোগিতা না পেলে টিকাকরণ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে নয় বলে জানিয়ে দিয়েছে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল।