ওয়েব ডেস্ক: গ্রামে কেউ দোতলা বাড়ি করলেই তাঁর জীবনে নেমে আসে বড়সড় বিপদ। ভৌতিক আতঙ্কে গোটা গ্রামের সব বাড়িই একতলা। বীরভূমের মহম্মদবাজারের মনিহারিপাড়ায় পৌছে গেল ২৪ ঘণ্টা। কুসংস্কারও উড়িয়ে দিচ্ছেন না গ্রামের প্রবীণরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রামের বাড়িগুলো দেখে কী মনে হচ্ছে? কোনও বিশেষ বৈশিষ্ট্য? ভাল করে দেখুন তো। সব বাড়ি একতলা। গোটা গ্রাম ঘুরেও দোতলা বাড়ি চোখে পড়বে না। আজব এই গ্রামের খোঁজে আমরা পৌছে গিয়েছিলাম বীরভূমের মহম্মদবাজারের মনিহারি পাড়ায়। ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাত নামলেই যেন আতঙ্কে সিঁটিয়ে যান গোটা গ্রামের মানুষ।


এলাকার পূর্বপুরুষদের শ্রদ্ধা ও সম্মান দেওয়ার জন্যই নাকি গ্রামে গড়ে ওঠেনি কোনও দোতলা বাড়ি। পূর্ব পুরুষদের কবর থাকার কারণে নাকি দোতলা বাড়ি বানানো নিষেধ।


কুসংস্কারাচ্ছন্ন গোটা গ্রাম। নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ? যাঁরাই নাকি দোতলা বাড়ি বানিয়ে থাকার চেষ্টা করেছেন, তাঁরাই বড়সড় বিপদে পড়েছেন। কী সেই বিপদ? এক অজানা ভয় গিলে খাচ্ছে গোটা গ্রামকে। ২১ শতকেও ভূত-প্রেত-কুসংস্কার? বাড়ি দোতলা হলেই নাকি প্রেতাত্মারা আড্ডা জমায় সেখানে। কুসংস্কার ও ভৌতিক আতঙ্ক মিলেমিশে এ এক আজব গাঁয়ের আজব কথা।