নিজস্ব প্রতিবেদন: রেস্তোরাঁ অথবা বিয়ে বাড়ি ব্যাটার ফ্রাইতে কামড় বসানোর আগে অনেকেই জানতে চান, "অরিজিনাল ভেটকি"? কথায় বলে, মাছে ভাতে বাঙালি। আর তার উপর যদি ভেটকি মাছ হয় তাহলে তো কথাই নেই। মাছ যত বড় হবে ততই তার স্বাদ। কিন্তু তা বলে এত বড়! সত্যি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভেটকি মাছের সাইজ দেখে চোখ কপালে উঠেছে বর্ধমানবাসীর। এদিন বিশাল আকৃতির এক ভেটকি মাছের আগমণ ঘটেছে বর্ধমানের তেঁতুলতলা বাজারে। মাছটির ওজন ২১ কাজি। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই সেই বিশালাকার মাছ দেখতে ভিড় জমিয়েছেন আড়তে।


আরও পড়ুন- গরম গরম দম বিরিয়ানি খেল মহিষ


জানা যাচ্ছে, বর্ধমানের বাজারে দেখা মিললেও মাছটি কিন্তু এসেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। স্থানীয়রা জানিয়েছেন, মাছটি কিনতে রীতিমত ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায় বাজারে। তাহলে কী বুঝলেন, শুধু রাঘব বোয়ালই নয়, রাঘব ভেটকিও হয়!


আরও পড়ুন- শিশুকে ধর্ষণের চেষ্টা করতেই দুষ্কৃতীর পুরুষাঙ্গ কামড়ে খেল বুলডগ