ব্যুরো: ফের নীল তিমির থাবা এ রাজ্যে। এবারে ঝাড়গ্রামে। কার্যত মৃত্যুর মুখ থেকে দুই ছাত্রীকে ফিরিয়ে আনলেন শিক্ষকরা। ঘটনা ঝাড়গ্রামের গজাশিমূলের কে.সি.এম হাইস্কুলের। 


স্কুলেরই অন্য তিন ছাত্রের মাধ্যমে এই দুই ছাত্রীর হদিশ পায় কর্তৃপক্ষ। প্রার্থনা চলাকালীন তিন ছাত্রের হাতে কাটা দাগ নজরে আসে শিক্ষকদের। এরপরেই তাদের ডেকে জিজ্ঞাসবাদ করায় ভেঙে পড়ে তিন পড়ুয়া। কাউন্সেলিংএ মেন নেয় তারা প্রথম ধাপে গেমটি খেলছে।  অ্যাডমিনের নির্দেশেই হাত কাটার চেষ্টা করছিল বলেও জানায় হাতেনাতে পাকড়াও ওই তিন পড়ুয়া।   এরপর তারাই শিক্ষকদের জানায় ওই স্কুলেই এই মারণ গেমে আসক্ত আরও দুই ছাত্রী রয়েছে।  এরপরেই নামধাম জোগাড় করে ওই অভিভাবক সহ দুই ছাত্রীকে ডেকে পাঠায় স্কুল। জানা যায়, গেমটির মাত্র আর একটি ধাপ বাকি ছিল দুজনের। দুজনেই উনপঞ্চাশ নম্বর স্টেজে পৌছে গিয়েছিল।  ক্রমাগত আত্মহত্যার নির্দেশ দেওয়া হচ্ছিল বলেও জানায় ওই দুই ছাত্রী। এমকি খাওয়াদাওয়া বন্ধ, পরিবারের কারর সঙ্গে কথা বলতেও নিষেধ করা হয়িছিল। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে  আত্মহত্যারও উস্কানি দেওয়া হচ্ছি বলে অভিযোগ। এরপরেই পুলিস এবং উচ্চশিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ।