মৌপিয়া নন্দী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা নির্বাচনে দার্জিলিংঙে বিপুল জয়ের পর জিটিএ ভেঙে দেওয়ার দাবি জানাল মোর্চার বিমল গুরুং গোষ্ঠী। শুক্রবার এক প্রেস বিবৃতিতে এমনটাই দাবি করেন মোর্চা নেতা রোশন গিরি। 


 



মোর্চার দাবি, ২০১৭ সালে অসাংবিধানিকভাবে জিটিএ-তে মনোনীত সদস্য বসায় পশ্চিমবঙ্গ সরকার। ফরে গত প্রায় ২ বছর ধরে জিটিএ চলছে অসাংবিধানিক ভাবে। ফলে অবিলম্বে ওই বোর্ড ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছেন তিনি। 


রোশন জানিয়েছেন, ২০১১-র জিটিএ চুক্তিতে এভাবে মনোনীত সদস্য নিয়োগের কোনও ব্যবস্থা নেই। একমাত্র নির্বাচনের পর কোনও পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলে কেবলমাত্র জিটিএ-তে মনোনীত সদস্য বসানো যায়। সেই বোর্ডের বৈধতাও ৬ মাস। 


শিল্পের দাবিতে সিঙুরে টাটা প্রকল্পের জমিতে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি


এদিন বিপুল ভোটে জেতানোর জন্য পাহাড়বাসীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ২০১১-র সেপ্টেম্বরে পুলিসের সঙ্গে সংঘর্ষে যে পাহাড়িয়াদের মৃত্যু হয়েছিল, তাঁদের এই জয় উত্সর্গ করেন তিনি।