ওয়েব ডেস্ক : ভেস্তে গেল GMCC-র বৈঠক। কালিম্পংয়ে আজ বৈঠকের বসার কথা ছিল পাহাড়ের আন্দোলনকারী দলগুলির। কিন্তু, মত বিরোধে তা হল না। আগেই GMCC থেকে বেরিয়ে এসেছে হরকা বাহাদুকরে জন আন্দোলন পার্টি। বৈঠকে যেতে চায়নি মদন তামাংয়ের গোর্খা লিগ। এরআগে ২৫ অগাস্টের বৈঠকে পাহাড় দলগুলির মধ্যে মতবিরোধ তুঙ্গে ওঠে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আবার বিতর্কে দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি


প্রশ্ন ওঠে, কেন GMCC কে অন্ধকার রেখে রাজ্যকে আলোচনা চেয়ে চিঠি লিখল GNLF। মোর্চা- GNLF -জাপকে বৈঠকে  আহ্বান জানিয়ে আলাদা করেছে চিঠি দেয় রাজ্য। কিন্তু, বাকি কোনও দলকে আর ডাকা হয়নি। সেই জায়গা থেকেই বিরোধ শুরু হয়। মতবিরোধ চরমে পৌছয় রবিবার। ভেস্তে যায় GMCC-র বৈঠক। প্রশ্ন ওঠে পাহাড়ের আন্দোলনকারী দলগুলিকে নিয়ে গড়া GMCC-র ভবিষ্যত। 


আরও পড়ুন  সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর দিদিকে পিটিয়ে খুন করল ভাই