ছাগলের তাণ্ডবে ধুন্ধুমার, বেধড়ক মার বৃদ্ধাকে
ওয়েব ডেস্ক : ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে বচসা, গণ্ডগোল। তার জেরে এক বৃদ্ধাকে বেধড়ক মার, ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। আহত মালঞ্চ মণ্ডল গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরে কৃষ্ণনগরের বুড়িতলা এলাকায়।
গ্রামবাসীরা জানান, মালঞ্চ মণ্ডলের ছাগল সুশীল মণ্ডলের জমিতে ঢুকে ফসল খেয়ে নেয়। এরপরই ছাগল আটকে রাখে সুশীল ও তার দলবল। খবর পেয়ে ছুটে আসেন মালঞ্চ মণ্ডল। দুপক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, এরপরই বৃদ্ধাকে ধরে বেধড়ক মারধর শুরু করে সুশীল এবং বাকি সঙ্গীরা।
আরও পড়ুন, পণের দাবিতে গৃহবধূকে খুন সোনারপুরে
গ্রামবাসীরা এসে মালঞ্চ মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। হবিবপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফেরার সুশীল ও তার সঙ্গীরা।
আরও পড়ুন, কারখানার দখলদারি নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত মেজিয়ার গ্রাম