নির্মল পাত্র: দেবী দুর্গার হাতেও তৃণমূলের পতাকা! পঞ্চায়েত সদস্যের কীর্তিতে বিতর্ক তুঙ্গে। থানায় অভিযোগ দায়ের করলেন স্থানীয় বিজেপি নেতারা ও গ্রামবাসীদের একাংশ। ঘটনাস্থল, হুগলির গুড়াপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় এখন উৎসবের আমেজ। করোনার বন্দিদশা কাটিয়ে ফের পুজোর আনন্দে মেতে ওঠেছে আট থেকে আশি। বোধনের আগে থেকেই বিভিন্ন মন্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবছর মহালয়ার আগে থেকে পুজোর উদ্বোধন শুরু করে দেন মুখ্যমন্ত্রী। ক'টা পুজোর উদ্বোধন করলেন? কলকাতা ও জেলা মিলিয়ে কয়েকশো। শুধু তাই নয়, ক্লাবগুলিকে এবার ৬০ হাজার পুজো অনুদানও দিয়েছে রাজ্য সরকার। সঙ্গে  ৫০ শতাংশ নয়, বিদ্য়ুত বিলে ৬০ শতাংশ ছাড়। 


বৃহস্পতিবার ভ্যানে চাপিয়ে দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল মণ্ডপে। সেই সময়ে দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেন গুড়াপের হাসানপুরর বাসিন্দা  লক্ষ্মণ মণ্ডল! তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। কেন এমন কাজ করলেন? লক্ষণের দাবি, 'বারোয়ারি ক্লাবগুলি ৬০ হাজার অনুদান দেওয়া হচ্ছে। সেজন্য় আমরা পুজো করতে পারছি। দিদি উন্নয়ন করেছেন বলে আমরা প্রতিমার হাতে দলীয় পতাকা দিয়েছি। আমরা চাই, দিদি এমন উন্নয়নমূলক কাজ চালিয়ে যান'। 


এদিকে পুজোর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ, ষষ্ঠীর বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়।  ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এদিকে দশমী পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, নবমীতে ভারী বৃষ্টির সতর্ক থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায়। ভরা আশ্বিনে কেন বৃষ্টি? ১ অক্টোবর ঘুর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। পরে তা আবার নিম্নচাপের রূপ নিতে পারে। যদি নিম্নচাপ তৈরি নাও হয়, সেক্ষেত্রেও বাতাসে জলীয় বাষ্পের কারণে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।


পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা  


এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। স্থানীয় নেতা সুরেশ সাউ বলেন, এতদিন  মা দুর্গাকে অস্ত্র নিয়ে যেতে দেখতাম। এই প্রথম দেখলাম, তৃণমূলের পতাকা নিয়ে মণ্ডপ পর্যন্ত যাচ্ছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বারোয়ারি পুজোর সঙ্গে বেশিরভাগ মানুষই যুক্ত থাকেন। এই বারোয়ারি পুজোগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেটাই বাস্তবায়িত হচ্ছে। পঞ্চাশ হাজার, ষাট হাজার টাকা দিয়ে বারোয়ারিগুলি হাতের মুঠোয় করতে চাইছে'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)