নিজস্ব প্রতিবেদন:  দু-এক পিস নয়। ছাপান্নটি সোনার বিস্কিট। ওজন প্রায় নয় কেজি তিনশো গ্রাম। বাজার দর তিন কোটি টাকারও বেশি। এনজেপি স্টেশন থেকে এই সোনা উদ্ধার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। জালে এক পাচারকারীও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে জালে পাচারকারি?


আরও পড়ুন: সুখী নতুন বউয়ের  ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...


ধৃত রাজু আদর্শ হুগলির বাসিন্দা


অসম থেকে কামরূপ এক্সপ্রেসে সোনা নিয়ে কলকাতা যাচ্ছিল সে


অনুমান চিন থেকে মায়ানমার সীমান্ত হয়ে ওই সোনা ঢোকে ভারতে


আরও পড়ুন: শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!


রাজু আদর্শের বেল্টে ৩৮ পিস এবং জুতোর সোলে ১৮ পিস সোনার বিস্কুট ছিল


সোনা কোথায় পাচারের উদ্দেশ্যে ছিল, তারই খোঁজ করছেন গোয়েন্দারা। এই চক্রে আর কে কে জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।