নিজস্ব প্রতিবেদন : এবার ন্যাওড়া ভ্যালিতে দর্শন মিলল বিরল গোল্ডেন ক্যাটের। লেসার ক্যাট প্রজাতির বিড়ালদের মধ্যে আকারে সবচেয়ে বড় এই গোল্ডেন ক্যাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমতল থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত ন্যাওড়া ভ্যালির ঘন জঙ্গলে বহু বিরল প্রাণীর বাস রয়েছে বলে বার বারই দাবি করে থাকেন স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে মধ্যে কী কী জীবজন্তু রয়েছে, তার খোঁজ পেতে ক্যামেরা লাগায় বন দফতর। বন দফতরের পাতা সেই ক্যামেরায় এবার ধরা পড়ল গোল্ডেন ক্যাট। এর আগে কোনওদিন এই অঞ্চলে গোল্ডেন ক্যাট দেখতে পাওয়া যায়নি।


আরও পড়ুন, পিছন থেকে মটকে ধরল ঘাড়, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মত্সজীবী


এর আগে ন্যাওড়া ভ্যালিতে বাঘের অস্তিত্বের প্রমাণ মিলেছে। গতবছর প্রথম স্থানীয় এক গাড়িচালকের ক্যামেরায় ন্যাওড়া ভ্যালিতে রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়ে। এরপরই জঙ্গলে ক্যামেরা লাগায় বন দফতর। তাতে ফের বাঘের ছবি, বাঘের পায়ের ছাপ ধরা পড়ে। শুধু বাঘই নয়, ন্যাওড়া ভ্যালিতে ক্লাউডেড লেপার্ড, ওয়াইল্ড ডগ, শেরো, মার্বেল ক্যাটেরও সন্ধান মিলেছে।