নিজস্ব প্রতিবেদন: গতকাল শুভেন্দু অধিকারীর র‍্যালি থেকে ওঠা গোলি মারো স্লোগানে বিজেপির তিন কর্মীকে গ্রেফতারের বিরুদ্ধে সরব হলেন জেলার বিজেপি নেতৃত্বে, জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। এই ঘটনায় তীব্র নিন্দা করে জানান, যা হয়েছে পুরোটাই অন্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  BJPর মিছিলে 'গোলি মারো' স্লোগান, যুব মোর্চার সুরেশ সাউ সহ গ্রেফতার ৩ দলীয় কর্মী


বিজেপির দাবি, 'গত পরশুও শাসক দলের সমাবেশ থেকে একই স্লোগান উঠেছিল, কিন্তু তাদের কাউকে গ্রেফতার করেনি পুলিস।  সেখানে তাদের দলের কর্মীদের রাতের অন্ধকারে রীতিমতো জোর করে ঘর থেকে তুলে আনা হয়েছে' তারা এর তীব্র নিন্দা করছেন এবং এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার দলের তরফে নেওয়া হবে বলেই জানিয়েছেন তাঁরা। 


চন্দননগরে বিজেপির মিছিলে গোলি মারো স্লোগানের জের। হুগলিতে বিজেপির যুব মোর্চা সভাপতি সুরেশ সাউকে গ্রেফতার করা হয়েছে। ব্যান্ডেল মন্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্ত ও বিজেপি স্বাস্থ্য সেলের কনভেনর রবীন ঘোষ ও ধৃত। বিতর্কিত ওই স্লোগান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর আগে মঙ্গলবার কলকাতায় তৃণমূলের মিছিলেও একই স্লোগান ওঠে। যদিও সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস।