নিজস্ব প্রতিবেদন: সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে কলেজের অস্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের জন্য় একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ বিভাগের অস্থায়ী শিক্ষকদের এক ছাতার তলায় এনে নতুন নামকরণ করেছেন তিনি। নাম দেওয়া হয়েছে স্টেট এইডেড টিচার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি এ দিন পার্ট টাইম গেস্ট লেকচারার, পার্ট টাইম টিচার, কনট্রাক্টচুয়াল কলেজ টিচারদের এক ছাতার তলায় এনে দুটি ক্যাটাগরিতে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসির যোগ্যতা থাকলে ক্যাটাগরি ওয়ানের অন্তর্ভূক্ত হবেন শিক্ষক-শিক্ষিকারা। ইউজিসির যোগ্যতা না থাকলে ক্যাটাগরি টু। 



ক্যাটাগরি ওয়ানের ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্টেট এইডেড টিচাররা পাবেন ৩০ হাজার টাকা। ১০ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন স্টেট এইডেড টিচাররা পাবেন ২৬ হাজার টাকা। অন্যদিকে ক্যাটাগরি টু-এর ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্টেট এইডেড টিচাররা পাবেন ২০ হাজার টাকা। ১০ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন স্টেট এইডেড টিচাররা পাবেন ১৫ হাজার টাকা। উল্লেখ্য, ইতিমধ্যেই যাঁদের বেতন ৩০হাজার টাকার ঊর্ধ্বে তারা বেসিক পে প্রোটেকশন দেওয়া হবে অর্থাৎ তাঁদের বেতন কমানে হবে না।  


আরও পড়ুন: কলেজের আংশিক সময়ের শিক্ষকদের নতুন নামকরণ, সুনির্দিষ্ট হল বেতন কাঠামোও


দেখে নেওয়া যাক, এ ছাড়াও কী কী সুবিধা পাবেন তাঁরা


* অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতোই স্টেট এইডেড টিচাররাও ৬০ বছর অবধি কাজ করতে পারবেন
* গ্রাচুইটি পাবেন ৩ লক্ষ টাকা
* স্বাস্থ্যবিমার আয়তায় আসবেন
* প্রতিবছরে বেতন বাড়বে ৩ শতাংশ
* সমস্ত ছুটি পাবেন 
* মিলবে ট্রান্সফারের সুবিধাও