`এনআইএ তদন্ত হোক`, পাহাড়ে পুলিস কর্মীর মৃত্যুর ঘটনায় দাবি বিনয়ের
ওয়েব ডেস্ক: ''বাইরে থেকে কোনও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে অশান্তি ছড়াতে মদত দিচ্ছে। এটা কাম্য নয়। ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত।'' পাহাড়ে বিমল গুরুংপন্থীদের সঙ্গে পুলিসের গুলির লড়াইয়ে পর প্রতিক্রিয়া বিনয় তামাঙের। ঘটনার তীব্র নিন্দা করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
বিমল গুরুঙের খোঁজে বৃহ্স্পতিবার থেকে তল্লাশি শুরু করেছিল পুলিস। শুক্রবার সকালে পাতলেবাসের কাছে গুরুংপন্থীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায় পুলিস। সকাল ছ'টা থেকে শুরু হয় গুলির লড়াই। টানা দু'ঘণ্টার গুলির লড়াইয়ে মৃত্যু হয় দার্জিলিঙের এসআই অমিতাভ মল্লিক। এই ঘটনার নেপথ্যে বিনয় তামাং বাইরের কোনও শক্তির মদত রয়েছে বলেই মনে করছেন। ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন তিনি। পাশাপাশি এও বলেন,'' রাজ্য পুলিসকে এবিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। পাহাড়ের শান্তি বিঘ্নিত হচ্ছে। এটা পর্যটনের মরশুম। পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়ছেন।''
অন্যদিকে, এদিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তাঁর অভিযোগ, ''বিমল গুরুং দেশদ্রোহিতার কাজ করছেন। মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। একজনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে, সেই হিংসাত্মক কাজ করে চলেছে পাহাড়ে।''