ওয়েব ডেস্ক:  ফের উত্তপ্ত দার্জিলিং। পুলিস ও বিমল গুরুং অনুগামীদের গুলির লড়াইয়ে মৃত এক সাব ইন্সপেক্টর। আহত আরও ৩-৪ জন পুলিস কর্মী। গুলিবিদ্ধ হয়ে বিমল গুরুঙেরও তিন-চার অনুগামীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।


বৃহস্পতিবার রাত থেকে বিমল গুরুঙের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিস। শুক্রবার সকাল ছটা নাগাদ পাতলেবাসের কাছে নিম্বু বস্তি এলাকায় দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। অভিযোগ, তখনই বিমল গুরঙের অনুগামীরা পুলিসকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দার্জিলিং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের। পুলিসের একটি গাড়িও জ্বালিয়ে দেয় গুরুংপন্থীরা। পরে টানা দুঘণ্টা চলে গুলির লড়াই। বিমল গুরুং পালিয়ে গিয়েছে বলেই মনে করছে পুলিস। তাঁর খোঁজে তল্লাশি জারি। এদিন গুরুংপন্থীদের কাছ থেকে অত্যাধুনিকমানের প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস।