নিজস্ব প্রতিনিধি: দিনেদুপুরে সরকারি বাস হাইজ্যাক । বাস নিয়ে পালিয়েও গিয়েছিল বেপরোয়া ওই  যুবক। কিন্তু বাসের ধাক্কায়  কয়েক জন টোটো ড্রাইভার জখম হওয়াই কাল হল।  ধরা পড়ে গেল দুষ্কৃতী। বৃহস্পতিবার  ফালাকাটায় ওই যুবককে নিয়ে একেবারে হৈ হৈ কাণ্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পুরনো শত্রুতার জেরে মোটা অঙ্কের টাকা ছিনতাই


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিনহাটা-মালদা রুটের বাস। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ফালাকাটায় পৌছলে বাসের যাত্রীরা চা খেতে নামেন। কিছু যাত্রী অবশ্য বাসেই বসে ছিলেন। তবে বাসচালক ওঠার আগেই ড্রাইভারের সিটে বসে বাস চালিয়ে দেয় রাজু সন্তোষ মণ্ডল নামে এক যুবক।


আরও পড়ুন- ব্যান্ডেলে অধ্যাপিকাকে ঠান্ডা মাথায় খুন করেছিল পরিচারিকা, জানাল পুলিস


ব্যস্ত এলাকা দিয়ে বেপরোয়াভাবে চলতে থাকে বাস। এভাবে প্রায় এক কিলোমিটার। শেষে একটি বাজারে বাস নিয়ে ঢুকে পড়ে যুবক। হুড়োহুড়ি পড়ে যায়। বাসের ধাক্কায় আহত হন বেশ কয়েকজন টোটোচালক। রুখে দাঁড়ান স্থানীয়রা। তাঁরাই  বাস আটকান ।


কী কারণে এমন ঘটনা ঘটাল রাজু সন্তোষ মণ্ডল তা খতিয়ে দেখছে পুলিস।