নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। এক দফাতেই ভোট হবে ১৪ই মে। ভোট গণনা হবে ১৭ই মে। ভোটের নির্ঘন্টের বিষয়ে রাজ্যের প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে একদফায় ভোট হলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা যাবে কি, উঠছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রাজ্য সরকার ১৪ মে একদফায় ভোটগ্রহণ ও ১৬ মে ভোটগণনার জন্য লিখিত প্রস্তাব দেয় কমিশনকে। রাজ্যের প্রস্তাব মতোই একদফায় ভোটগ্রহণ চূড়ান্ত হয়। তবে ভোটগণনার দিন একদিন পিছিয়ে ১৭ মে স্থির করা হয়।


একদফায় ভোট নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য বিজেপির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ভোটের নির্ঘন্ট চূড়ান্ত করার আগে তাদের সঙ্গে আলোচনাই করেনি কমিশন। পাশাপাশি, মাত্র ৫৮ হাজার পুলিস দিয়ে মোট ৫৮,৪৬৭টি বুথে কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আরও পড়ুন- চূড়ান্ত পঞ্চায়েত নির্ঘণ্ট, ভোট একদফাতেই, প্রশ্নের মুখে নিরাপত্তা