GST-র ধাক্কায় লাটে উঠেছে ওষুধ বিক্রি, বিপদে রাজ্যের মানুষ
কড়া GST ডোজ। রাজ্যে ওষুধের বাজারে চরম বিভ্রান্তি। বহু জায়গায় আজ ঝাঁপ খোলেনি ওষুধের দোকানের। কলকাতায় SSKM হাসপাতালের সামনেও এক ছবি। পরের পর দোকানের শাটার ফেলা। যেগুলি খোলা, তার মধ্যে বেশিরভাগ দোকান পুরনো স্টক মেলাতে ব্যস্ত। GST লাগুর পর এবার দাম কী হবে, কোনটা বাড়বে-কোন ওষুধের দাম কমবে, সব নিয়েই ধন্দে বিক্রেতারা।
ওয়েব ডেস্ক : কড়া GST ডোজ। রাজ্যে ওষুধের বাজারে চরম বিভ্রান্তি। বহু জায়গায় আজ ঝাঁপ খোলেনি ওষুধের দোকানের। কলকাতায় SSKM হাসপাতালের সামনেও এক ছবি। পরের পর দোকানের শাটার ফেলা। যেগুলি খোলা, তার মধ্যে বেশিরভাগ দোকান পুরনো স্টক মেলাতে ব্যস্ত। GST লাগুর পর এবার দাম কী হবে, কোনটা বাড়বে-কোন ওষুধের দাম কমবে, সব নিয়েই ধন্দে বিক্রেতারা।
রাজ্যে মোট প্রায় পঞ্চাশ হাজার ওষুধের দোকান রয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ দোকানই GST পোর্টালে এখনও নাম এন্ট্রি করতে পারেনি। ডিস্ট্রিবিউটরের সংখ্যা প্রায় কুড়ি হাজার। তাদের মধ্যেও হাতে গোনা কয়েকজন GST তে নাম তুলতে পেরেছেন। এই অবস্থায় নতুন মাল কীভাবে তোলা যাবে, বুঝে উঠতে পারছেন না তাঁরা। তাই খুচরো ব্যবসায়ীদের হাতেও পৌঁছচ্ছে না নতুন ওষুধ। যেটুকু ওষুধ এখন দোকানে রয়েছে তা দিয়েই কোনওমতে অবস্থা সামলানোর চেষ্টা চলছে।
ভিতর থেকে তালা ঝুলিয়ে এখন চলছে হিসেবনিকেশ। পুরনো সব ওষুধও বিক্রি করার আগে, তা GST পোর্টালে আপলোড করা জরুরি। সেই কাজ করতে গিয়ে, ওষুধ বিক্রি আপাতত লাটে। বিপদে ক্রেতারা।
আরও পড়ুন, GST-র প্রভাবে রাজ্যে ১ জুলাই থেকে ওষুধ মেলায় অনিশ্চয়তা!