ওয়েব ডেস্ক: জিএসটি চালু হওয়ার পর বেশ অসুবিধায় পড়েছেন বর্ধমানের ওষুধ দোকানের মালিকরা। একই রকম অসুবিধায় ক্রেতারাও। জিএসটি-র ফলে অমিল বহু জীবনদায়ী ওষুধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিএসটি চালু। কিন্তু ধন্দ কাটেনি এখনও। আর এই ধন্দের জের পড়েছে ওষুধের দোকানে। বর্ধমানের অধিকাংশ রিটেল শপে অমিল বিভিন্ন জীবনদায়ী ওষুধ। দোকানের মালিক থেকে কর্মী, তাঁরা বলছেন, অর্ডার দিয়ে ওষুধ মিলছে না। খালি হাতে ফেরাতে হচ্ছে ক্রেতাদের।


সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে প্রেসার ও সুগারের ওষুধে। তবে সবাই আশাবাদী কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।


তৃতীয় শ্রেণির ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ