ওয়েব ডেস্ক : বাজছে সানাই। অতিথি অভ্যাগতদের ভিড়। কনেপক্ষের ভিড়ে জমজমাট বউভাত। হঠাত্‍ই ছন্দপতন। বিয়েবাড়িতে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলি। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক অনিতা বাউরি নামে এক গৃহবধূর। আসানসোল দক্ষিণ থানার কাঁকড়শোল গ্রামের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুলিতে জখম হন লক্ষী বাউরি ও কিষণ বাউরি নামে আরও দুজন। ঘটনাস্থল থেকেই বন্দুকবাজ যুবক অলোক সাহিকে ধরে ফেলেন বাসিন্দারা। শুরু হয় গণধোলাই। এরপর পুলিসের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। যুবককে জেরা শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা।


আরও পড়ুন, সোনারপুর রথতলায় বাইকে করে এসে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবক খুন