নিজস্ব প্রতিবেদন : প্রশ্নপত্র ফাঁস বিতর্কে অভিযুক্ত ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়কে। একইসঙ্গে তাঁকে ইংরেজির প্রধান পরীক্ষকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, "কুকীর্তির টাকাতেই ৩টে বাড়ি, ২টো গাড়ি", প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক স্কুলেরই শিক্ষক


ময়নাগুড়ি এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রধানকেন্দ্র এই ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুল। যার দায়িত্বে ছিলেন অভিযুক্ত প্রধানশিক্ষক হরিদয়াল রায়। এই স্কুল থেকেই এলাকার আরও বেশ কয়েকটি স্কুলে প্রশ্ন বিতরণ করা হয়। প্রশ্রপত্র ফাঁসের বিতর্কের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যে ঘর থেকে প্রশ্নপত্র বিলি করা হবে, সেই ঘরে কোনওভাবেই ঢুকতে পারবেন না হরিদয়াল রায়।


আরও পড়ুন, দরজা খুলতেই চোখে পড়ল আপত্তিকর অবস্থায় যুগলকে, শহরে মধুচক্রের পর্দাফাঁস


তবে, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন হরিদয়াল রায়কে ওই স্কুলে ঢুকতে দেওয়া হবে কিনা, সেবিষয়ে এখনও সুনিশ্চিত করে কোনও সিদ্ধান্ত নেয়নি সংসদ। অন্যদিকে, এই ঘটনার কড়া নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি আরও জানিয়েছেন, দোষ প্রমাণিত হলে হরিদয়াল রায়ের শিক্ষারত্ন কেড়ে নেওয়া হবে।