নিজস্ব প্রতিবেদন: এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক। গাছের ডাল দিয়ে নির্মম বাবে মারধরের অভিযোগ। গোটা ঘটনায় দেগঙ্গার সুবর্ণপুর এফপি স্কুলে তীব্র উত্তেজনা। শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে ছেলেটি। বয়স ১০ বছর। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মত বৃহস্পতিবারও সে স্কুলে যায়। স্কুলে ক্লাস চলাকালীন ছেলেটি আম নিয়ে খেলছিল। সেটা দেখতে পায় প্রধান শিক্ষক। অভিযোগ, রেগে গিয়ে তাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত শিক্ষক। গাছের ডাল দিয়ে মারধর করে। গুরুতর আহত হয় ছাত্রটি। 


এরপর নাবালকটি বাড়িতে এসে অভিভাবককে সমস্ত বিষটা জানায়। প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে তার প্রাথমিক চিকিৎসা করায় পরিবারের লোকরা। তার মুখে-পেটে ক্ষত ছিল। এরপর ক্ষুদ্ধ হয়ে ওঠে পরিবারের সদস্যরা। গোটা বিষয়টি জানিয়ে দেগঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিস। 


আরও পড়ুন: ২ বছরের সম্পর্ক মানেনি পরিবার, একই দড়িতে 'মুখোমুখি' আত্মঘাতী প্রেমিক ও কিশোরী


আরও পড়ুন: মাওবাদীদের বাংলা বনধের আগের দিন বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ডমাইন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)