নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রেখেছেন চিকিত্সকরা। গত জুন মাস থেকে বার্ধক্যজনিত নানা উপসর্গে ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিত্সাধীন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সোমনাথবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি বিচার করে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। তবে এব্যাপারে মুখ খুলতে নারাজ সোমনাথবাবুর পরিবার। 


পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের দুরবস্থা নিয়ে সরব হন RSS-পন্থী সংগঠন


গত ২৮ জুন মস্তিষ্কে রক্তক্ষরণের পর সোমনাথবাবুকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফে জানানো হয়, তার আগে বেশ কয়েকদিন ধরে চলাফেরা করতে পারছিলেন না সোমনাথবাবু। হাসপাতালে ৫ সদস্যের একটি মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন।