ওয়েব ডেস্ক: রবির রোষ থেকে রেহাই মিলতে পারে রবিবার। কাল সন্ধেয় ঝড়বৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ততক্ষণ মুক্তি নেই। হাঁসফাঁস করছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ । নদিয়ার চাপড়ায় সানস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে।


সনিকা চৌহানের মৃত্যু, আহত বিক্রম, টয়োটার বিরুদ্ধে মামলা করতে চলেছে বিক্রমের পরিবার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শহর থেকে গ্রাম। কলকাতা থেকে কালনা। সব ব্যবধান মুছে গিয়ে বাংলা এখন এক। চাঁদিফাটা রোদে পুড়ছে মানুষ। সঙ্গে ভারী আর্দ্রতায় গলদঘর্ম। কালবৈশাখীর তাণ্ডবে বর্ধমান একটু ঠাণ্ডা হয়েছিল। শনিবার থেকে ফের চামড়া পোড়া গরম। চল্লিশ ছাড়িয়ে গেল পারদস্তম্ভ। বেলা বাড়তেই রাস্তা ফাঁকা।    


অকালে শেষ হয়ে গেল সনিকা সিং চৌহানের ঝলমলে কেরিয়ার


বৈশাখের দহনজ্বালা বোঝা যাচ্ছে কালনাতেও। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আর্দ্রতা অপেক্ষাকৃত কম। ঝাড়গ্রামে পারদস্তম্ভ চল্লিশের আসপাশেই ছিল। বীরভূমের বাসিন্দারা পেলেন ক্ষণেকের শান্তি। সিউড়িতে অমৃতের মতো নেমে এল বারিধারা। বাকি বাংলা এখনও চাতকপাখি।