নিজস্ব প্রতিবেদন:  অতিবৃষ্টি রাজ্যজুড়ে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নবান্ন। প্রতিটি জেলা প্রশাসনকে নিজ নিজ জেলায় নদীর জলস্থরগুলির দিকে নজর রাখতে বলা হয়েছে। নজর রাখা হচ্ছে জলাধারগুলির পরিস্থিতির ওপরেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বৃষ্টিতে বিমানবন্দরের মধ্যেই ঘটল এই ঘটনা, মৃত্যু হল এক জনের


উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে বলে খবর। আপত্‍কালীন পরিস্থিতি মোকাবিলায় সবরকমের প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে একইরকম বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তাই সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতর প্রস্তুত। কন্ট্রোলরুম থেকে লাগাতার নজরদারি জারি রাখা হয়েছে।


আগামী ২-৩ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।  ভারী বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণে। বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হবে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও নদিয়া, হুগলি, হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও আগামী ২-৩ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে।