প্রদ্যুত্ দাস: জনবহুল এলাকায় নেমে পড়ল হেলিকপ্টার। আচমকা কপ্টার দেখে চোখ কপালে উঠল এলাকার মানুষের। প্রাথমিক আতঙ্ক কাটিয়ে কপ্টার দেখতে ছুটে আসেন এলাকার মানুষজন। সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় এলাকার মানুষজনের মধ্য়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মাথায় আকাশ ভেঙে পড়ল উমেশের, বাড়ি ফিরেই বাবাকে হারালেন


বৃহস্পতিবার ওই কপ্টারটি নেমে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যাচ্ছে কপ্টারটি গুয়াহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল। দৃশ্যমানতা খারাপ থাকায় কপ্টারটি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


বিকেলে প্রবল শব্দে এলাকায় কপ্টার নামতেই এলাকার মানুষজনের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল গতিতে খবর রটে যায় এলাকায়। কিছুক্ষণের মধ্যেই কপ্টার দেখতে ছুটে আসেন এলাকার মানুষজন। শুরু হয়ে যায় মোবাইলে ছবি ও সেলফি তোলা। কপ্টারের মধ্যে থাকা এক ব্যক্তি বলেন, তারা মোট ৪ জন রয়েছেন। বাগডোগরা যাচ্ছিলেন। কিন্তু দৃশ্যমানতা কম হওয়ার কারণে ওড়া সম্ভব হয়নি। লোকালয়ের কাছে মাঠের মধ্যে কপ্টার জরুরি ভিত্তিতে নামাতে বাধ্য হয়েছেন।


ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস ও দমকল। কপ্টারটিকে ঘিরে রেখেছে পুলিস। তবে জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। জানা যাচ্ছে, গুয়াহাটি থেকে কোনও পণ্য নিয়ে বাগডোগরা যাচ্ছিল কপ্টারটি। পুলিস এনিয়ে খোঁজখবর করছে ঠিক কী কারণে কপ্টারটি নামতে বাধ্য হল। এলাকার মানুষের মধ্যে অনেকে মনে করেছিলেন বোধহয় কোনও বিমান ভেঙে পড়েছে। কিন্তু দেখা যায় কপ্চার নেমেছে মাঠে। তা শুনেই ছুটে আসেন মানুষজন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)