নিজস্ব প্রতিবেদন:  ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ । সুরক্ষার কথা মাথায় রেখে মঙ্গলবার ফের লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য। ইতিমিধ্যেই বিভিন্ন জেলায় সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 সংক্রমণ রুখতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে কন্টেইনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে হবে , নির্দেশ রাজ্যের । কলকাতা সহ বিভিন্ন জেলার পাশাপাশি অপাততভাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১০ টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন । বুধবার জেলা শাসকের পক্ষ থেকে ঠিক এমনটাই নির্দেশিকা জারি করা হয় ।

আরও পড়ুন: টলিউডে ঘৃণ্য ঘটনা, অভিনেত্রীকে 'ধর্ষণ', কাঠগড়ায় কে?


শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২ , ৪, ৫ , ২৮ , ৪৬ , ৩৭ , ৩৮ , ৩৯ , ৪৩ এবং ৮ নম্বর ওয়ার্ডে কড়াকড়ি ভাবে থাকছে লকডাউন । রাজ্যের নির্দেশ অনুযায়ী কন্টেইনমেন্ট জোনে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সরকারি , বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান । এমনকি যেকোন পরিবহনের জটায়াতও নিষেধাজ্ঞা থাকবে । পাশাপাশি যে কোন প্রকার জমায়েতে কড়া নিষেধাজ্ঞা থাকছে । কনটাইনমেন্ট জোনে প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন ।