নিজস্ব প্রতিবেদন : আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েতের মনোনয়ন জমার দিন বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় এফআইআর-এর নির্দেশ দিয়েছে আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপি প্রার্থী দলপতি ঘড়ুইয়ের উপর দলবল নিয়ে হামলা করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। মেয়রের উপস্থিতিতেই বিজেপি প্রার্থী দলপতি ঘড়ুইয়ের হাতে ভোজালির কোপ মারা হয়। হামলার ঘটনার ভিডিও করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু অভিযোগ, সেই ভিডিও ক্লিপিংস নিয়ে দুর্গাপুর থানায় দেখালেও অভিযোগ নেয়নি পুলিস।


এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। পুরো ঘটনা শোনার পর আগামী মঙ্গলবারের মধ্যে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এইআইআর-এর নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, এই ঘটনায় রিপোর্টও তলব করা হয়েছে।


আরও পড়ুন, জোর করে গর্ভপাত! 'দাবাড়ু প্রেমিকের' মায়ের হাতে নিগৃহীতা যুবতী


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে শাসকদলের বিরুদ্ধে রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। যদিও সেই সবটাই বিরোধীদের কুত্সা বলে উড়িয়ে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু এদিনের হাইকোর্টের নির্দেশে আরও একবার স্বীকৃতি পেল বিরোধীদের অভিযোগ। অন্যদিকে অস্বস্তি বাড়ল শাসক শিবিরের জন্য।