Kharagpur: ডাক্তারবাবু লেখেন এক, দোকানদার পড়েন আরেক! সুগারের রোগী একমাস খেলেন চড়া হার্টের ওষুধ
একমাস ধরে ১২৪ টাকার Vylda ৫০-এর জায়গায় তিনি খান ১১০০ টাকার Vymada ৫০।
ই.গোপি: কলকাতার নামকরা ডাক্তারবাবু লিখছিলেন Vylda ৫০। আর ওষুধের দোকানদার তা পড়েন Vymada ৫০। পরিণতিতে হাই সুগারের রোগী (High Suger Patient) একমাস ধরে খেলেন হার্টের ওষুধ (Heart Medicine)! অথচ, তাঁর হার্টের কোনও সমস্যাই নেই। খড়গ্পুরের (Kharagpur) এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য।
খড়্গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা ৬২ বছরের শ্যাম মিশ্র। সুপরিচিত সমাজকর্মী অমিত মিশ্র'র বাবা। গত একমাস ধরে ১২৪ টাকার Vylda ৫০-এর জায়গায় তিনি খান ১১০০ টাকার Vymada ৫০। নাম বিভ্রাটের জেরে হাই সুগারের রোগী প্রায় এক মাস সুগারের ওষুধ না খেয়েই থাকেন! শেষে এক মাস পর ফের কলকাতায় ডাক্তারবাবুর কাছে গিয়ে অমিত মিশ্র অনুরোধ করেন, "ডাক্তারবাবু ওষুধের দামটা বড্ড বেশি, একটু কম দামের যদি দেওয়া যায়!"
তারপরই সামনে আসে আসল ঘটনা। সব দেখেশুনে চক্ষু চড়কগাছ ডাক্তারবাবুর! আতঙ্কিত ওই পরিবার-ও। ইতিমধ্যেই ওই ওষুধ দোকানের বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিসও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে! যদিও দোকানে বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওষুধ দোকানের মালিক। তাঁর দাবি, রোগীর পরিবার ভুল ওষুধের নাম বলে ওষুধ নিয়ে যায়। সবমিলিয়ে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আরও সতর্ক হতে শিখিয়ে দেয়।
আরও পড়ুন, Howrah Swimming Pool Death: সুইমিং পুলে ডুবে মৃত্যু ৯ বছরের খুদের, কড়া পদক্ষেপ প্রশাসনের