নিজস্ব প্রতিবেদন: আজ উচ্চমাধ্যমিক। আজকের দিনটা সেই সমস্ত ছাত্রী-ছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন ছাত্র-ছাত্রী। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। এবছর গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার বেশি। অর্থাত্‌ এবছর গতবারের থেকে ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ময়নাগুড়ি প্রশ্নফাঁস বিতর্ক, দুর্নীতি ফাঁস করে পাল্টা শাস্তির মুখে স্কুল পরিদর্শক?


মাধ্যমিকের সময়ে ময়নাগুড়িতে প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে তোলপাড় পড়ে যায়। মাধ্যমিকের সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে পর্ষদের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে। এছাড়া, নকল করা কিংবা মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা কিংবা শিক্ষককে নিগ্রহ করার মতো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে RA করা হবে বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন : থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর শরীরে এইচআইভি! কাঠগড়ায় সরকারি হাসপাতাল