নিজস্ব প্রতিবেদন: আজ উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। আজকের দিনটা সেই সমস্ত ছাত্রী-ছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাচ্ছে। আর তার আগেই রোমিও ঠেঙিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পাস করল সাঁইথিয়ার এক কিশোরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আজ শুরু উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের পর আরও বেশি সতর্ক পর্ষদ


ঘটনার সূত্রপাত সোমবার সকালে। জানা গিয়েছে, এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কিশোরী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সোমবার পরীক্ষার কিছু জিনিস কিনতে পাড়ার মোড়ের দোকানে যায় সে। তখনই তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে অভিযুক্ত ওই তিন যুবক। কিশোরীকে বাঁচাতে কিশোরীর জেঠু এগিয়ে এলে যুবকরা তাঁকেও মারতে শুরু করে। কিন্তু মোটেই ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে।


আরও পড়ুন : মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে মধ্যশিক্ষা পর্ষদের 'চিপ ব্যবস্থা' কি শুধুই 'আইওয়াশ'?


এর আগে ওই কিশোরী জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিল। আর তারই প্রয়োগ সে করে। যুবকদের কটুক্তিতে ভয় পেয়ে গিয়ে বাকিদের মতো মুখ নীচু করে চলে যায়নি সে। যুবকদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায়। একাই বেধরক মারতে শুরু করে তিন যুবককে। তারপর এলাকাবাসী এগিয়ে এসে তিনজনক গণধোলাই দেয়।