ওয়েব ডেস্ক : মাছের রানি ইলিশ। বর্ষা মানেই পাতে ইলিশ পড়ার অপেক্ষা। দীর্ঘ প্রায় ২ মাস পর দিঘার সমুদ্রে উঠেছে ইলিশ। রাতে প্রায় চার টন ইলিশ নিয়ে দিঘা মোহনায় ঠেকেছে ৭০টি ট্রলার। দামও সাধ্যের মধ্যেই। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিকোচ্ছে ৩০০-৪০০ টাকায়। আর ৬০০ থেকে ১ কেজি ইলিশের দাম ৫০০ থেকে ৯০০ টাকা। তাহলে আর কি! রসনাতৃপ্তির ইলিশ খুব শিগগিরই মিলতে চলেছে কলকাতার বাজারে। আর তারপর ইলিশের নানা পদ পাতে পড়া শুধুই সময়ের অপেক্ষা।


আরও পড়ুন, হাবড়ায় সমবায় ব্যাঙ্কে কোটি টাকা তছরুপের অভিযোগ