নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ হচ্ছে দেশজুড়ে। এনআরসি নিয়ে সরকার কিছুটা ধীরে চলো নীতি নিলেও সিএএ নিয়ে অনড় সরকার। এনিয়ে বিজেপি ছাড়া বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের সব দল। এরকম এক অবস্থায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ রাজ্য সরকারের, মিলবে মোটা বেতন


সোমবার রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা জানান, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছেন অমিত শাহ। নাগরিকত্ব নিয়ে যেসব সমস্যার কথা শোনা যাচ্ছে তা নিয়ে কলকাতায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।


সিএএ বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে রাহুল সিনহা বলেন, যারা বলছেন কাগজ দেখাব না তারা এদেশে থাকবেন কিনা তা ভেবে দেখা হচ্ছে। কিছুই যখন মানবেন না তখন দেশের বাইরে চলে যান।


প্রসঙ্গত, এনপিআর ও সিএএ নিয়ে রাজ্য সরকারের বক্তব্য এরাজ্যে তা হতে দেওয়া হবে না। এদিকে, ব্যক্তিগত তথ্য দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।  বিভিন্ন কাজে সরকারি তথ্য সংগ্রহ করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে বহু কর্মীদের।  সম্প্রতি, ইন্টানেটের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে মুর্শিদাবাদে আক্রান্ত হন ২ মহিলা ।


আরও পড়ুন-বাজেট বক্তৃতা লাইভ, আর রাজ্যপালের ভাষণে সেন্সরশিপ? ফের তোপ ধনখড়ের


সিএএ বিরোধী আন্দোলনে নিশানা করে রাজ্য বিজেপি নেতা এদিন আরও বলেন, এখন সবাই জাতীয় পতাকা ব্যবহার করছে। এটা জাতীয় পতাকার অপমান। একদল বিদেশি জাতীয় পতাকা নিয়ে স্বদেশী সাজার চেষ্টা করছে।  এসব খুব বেশিদিন চলবে না।


দেশে একটিমাত্র পরিচয়পত্র-র ব্যাপারেও মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, এক মানুষ, এক দেশ, এক কার্ড হওয়া উচিত এদেশে।