নিজস্ব প্রতিবেদন:  মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা। মঙ্গলবারই সার্কিট হাউসে পুলিস-প্রশাসনের কর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন মন্ত্রকের যুগ্ম-সচিব আরতি ভাটনগর। ছিলেন দুই এসপিজি কর্তা এসকে সিনহা ও সুনীল সিন্ধি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্ঘটনার কারণ খুঁজতে এডিজি-আইবি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে কথা বলেন দুই এসপিজি কর্তা। বৈঠকে ডাকা হয় বিজেপি নেতাদেরও।


আরও পড়ুন: প্যান্ডেল ভাঙাকাণ্ডে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু পুলিসের, পাল্টা আদালতে বিজেপিও


প্রসঙ্গত,  মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভা চলাকালীন প্যান্ডেলের কাঠামো ভেঙে পড়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস। উদ্যোক্তা ও ডেকরেটর সংস্থার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। দুর্ঘটনার ভিডিও খুঁজছে পুলিস, চলছে জিজ্ঞাসাবাদ। এখনও কোনও গ্রেফতারের খবর নেই।


অন্যদিকে, প্যান্ডেল ভাঙা নিয়ে পাল্টা মামলা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ঘটনার দায় রাজ্য পুলিসের ওপর চাপিয়েছেন রাজ্যস্তরের নেতারা।