ওয়েব ডেস্ক : দ্বারকেশ্বর-রূপনারায়ণের রোষে ভাসছে হুগলি। DVC ছাড়া জল গিলে নিয়েছে একের পর এক গ্রাম। আরামবাগ-খানাকুল জুড়ে শুধুই হাহাকার। শুধু জল আর জল। অসহায় মানুষের মিছিল..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আশঙ্কাটা ঘনাচ্ছিল। সত্যি হল রাতে। রূপনারায়ণের বাঁধ ভেঙে মুণ্ডেশ্বরী ভাসিয়ে দিল খানাকুল। চোখের নিমেষে জলে তলিয়ে গেল একের পর এক গ্রাম। সহায়সম্বল হারিয়ে মুহূর্তে পথের ভিখারী কয়েক হাজার মানুষ। প্রত্যন্ত গ্রামে ঢুকতে পারেনি NDRF-ও।  নৌকা সম্বল করে ঝাঁপিয়েছে পঞ্চায়েত।


দিনকয়েক আগেও ছিল রাস্তা। এখন নদী। আরামবাগ-খানাকুল সড়ক এখন 'জলপথ'। খানাকুলের ২৪টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।  ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্সও। হাসাপাতাল পৌছতে রোগীর ভরসা  নৌকা। জলে ভাসছে পুড়শুড়াও। ক্ষোভ বাড়ছে মানুষের। মির্জাপুরে রোষের মুখে পড়েন অতিরিক্ত জেলাশাসক।


আরও পড়ুন, মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়ায় বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা