নিজস্ব প্রতিবেদন : মাটি উৎসবের উদ্বোধন করতে আজ তারকেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রানি রাসমণি গ্ৰিন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন তিনি। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তারকেশ্বর মন্দির দর্শন করবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, শিবরাত্রির দিন বাংলার প্রতি গ্রামে মহা জলাভিষেক করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ


কাশ্মীর কিংবা কেরলের হাউসবোট পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কাশ্মীর কিংবা কেরলে ঘুরতে গিয়ে হাউসবোটে থাকার রোমাঞ্চ উপভোগ করেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। এখন কেমন হয় কলকাতার গঙ্গাবক্ষে যদি হাউসবোটে ছুটি কাটানোর সেই আমেজ উপভোগ করা যায়? অবাক হচ্ছেন? হবেন না।


আরও পড়ুন, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন ‘ফ্রি’


কারণ, এবার সেই সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী। গঙ্গাবক্ষে ভাসবে সুসজ্জিত সুদৃশ্য হাউসবোট। প্রতি বছর কয়েক লাখ বিদেশি পর্যটক কলকাতায় আসেন। গঙ্গাবক্ষে এই হাউসবোট তাদের কাছেও অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। এমনটাই আশাপ্রকাশ করেছেন রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য।



আজ তারকেশ্বর থেকে এই হাউসবোটগুলি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাশ্রী ও জলশ্রী নামে দুটি হাউসবোটের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।