মনোজ মণ্ডল: স্বামী-সন্তানের জন্য দিনের পর দিন শ্বশুরের অত্যাচার সহ্য করলেন গৃহবধূ। শেষপর্য়ন্ত স্বামীকে খুলে বললেন সব কথা। স্ত্রীকে নিয়ে প্রথম স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পরে থানায় গেলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকিরা গ্রাম পঞ্চায়তের এক গ্রামে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সোমবার শুরু জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ASI সমীক্ষা, বাদ ওজুখানা


বছর চারকে আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বর্তমানে তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে। গৃহবধূর অভিযোগ, বিয়ের একমাস পর থেকে অত্যাচার শুরু করেছিল শ্বশুর। বাধা দিতে গেলে খুনের হুমকি দিত। সন্তান হওয়ার পরও অত্যাচার থামেনি। স্বামীকে বলে দেব বলে ভয় দেখালে শ্বশুর বলতো তোর স্বামী ও মেয়েকে খুন করে ফেলব। সেই ভয়েই আমি এতদিন চুপ করেছিলাম। এমনকি শাশুড়িকে বলেও কোনও কাজ হয়নি। আর নয়।


এদিকে, অত্যাচার সহ্য করতে না পেয়ে স্বামীকে সব ঘটনা বলে দেন ওই গৃহবধূ। গোটা ঘটনা শুনে রবিবার রাতেই স্ত্রীকে নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যে কাছে গিয়ে বিচার চেয়ে কান্নাকাটি করেন। পরে তারা যান দেগঙ্গা থানায়। স্ত্রীর সঙ্গে বাবার ওই ব্য়বহারে ক্ষোভে ফুঁসছে ছেলে।


এমন ঘটনায় ওই দম্পতির পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানুষজন। স্থানীয় পঞ্চায়েত সদস্য কামালউদ্দিন আহমেদ বলেন, শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।


এতবড় একটা বিষয়, চার বছর ধরে চলছে অথচ আগে প্রকাশ করা হল না কেন? এনিয়ে তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে দেগঙ্গা থানার পুলিস। দেগঙ্গা থানা সূত্রে খবর অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিস। তরুণী জানিয়েছেন, পুলিসকে সব বলব। এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। শ্বশুরের ফাঁসি চাই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)