ওয়েব ডেস্ক: বিয়ের মাত্র ন'মাসের মধ্যেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। এঘটনা ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরের ঝান্ডাবাদের গড়াই পড়ায়। উখরা গ্রামে মৃতার বাপের বাড়ি। সেখান থেকে লোকজন এসে স্বামী রাজেশ ঠাকুর ও শ্বশুরবাড়ির লোকজনকে ব্যাপক মারধর করে। বাড়ির সমস্ত জিনিস, গাড়ি-বাইক ও একটি লরিতেও ভাঙচুর চলে। বছর একুশের বৈশালি ঠাকুরকে ঘরের মধ্যে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে অভিযোগ। তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে অত্যাচার চলছিল বৈশালির ওপর। পণের দাবিতেও নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁকে খুন করে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের লোকজনের। এমনকি তাঁর স্বামী রাজেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেছেন মৃতার মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কেষ্টপুরে উদ্ধার প্রবীণ দম্পতির দেহ


এনিয়ে তুমুল অশান্তি হত দম্পতির মধ্যে। অভিযোগ, মারধর করা হত বৈশালিকে। দুর্গাপুজোয় বাপের বাড়ি যেতে দেওয়া হবে না, কার্যত এই ফতোয়া জারি করে শ্বশুরবাড়ির লোকজন। ক্ষিপ্ত বাপের বাড়ির লোকজনের তাণ্ডবে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দুর্গাপুর থানার বিশাল বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন  রবিপ্রতাপ! এবার ব্যাঙ্কে গিয়ে অগ্নিশর্মা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ