নিজস্ব প্রতিবেদন : ফের গণধর্ষণ। জঙ্গলের মধ্যে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, গভীর জঙ্গলে উদ্ধার 'মহিলার' খুলি, পোশাক, হাড়গোড়! চাঞ্চল্য


জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত জকপুরের কাছে। বুধবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিলা। সেইসময় রাস্তায় শৌচাগারে যান ওই মহিলার স্বামী। রাস্তায় একাই দাঁড়িয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, ঠিক তখনই ২ জন দুষ্কৃতী ওই মহিলার উপর চড়াও হয়।


আরও পড়ুন, "মুসলিম সমাজের নেতা মোদী! দেখাচ্ছেন সঠিক দিশা"


ওই মহিলাকে একা পেয়ে তাঁকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতর। তারপর জঙ্গের ভিতর আরও আরও তিনজন এসে জড় হয়। অভিযোগ, জঙ্গলের ভিতরই ওই মহিলাকে গণধর্ষণ করা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই মহিলার স্বামীও। তাঁকে বেধড়ক মারধর করেন দুষ্কৃতীরা।


আরও পড়ুন, মোবাইল টাওয়ার লোকেশনই ধরিয়ে দিল অর্চনা পালংদার খুনে জড়িত 'তৃতীয় ব্যক্তি'কে!  


ওই মহিলা ও তাঁর স্বামীর চিত্কারে ছুটে আসেন স্থানীয় মানুষজন। মোট ৫ জন অভিযুক্তের মধ্যে ২ জনকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। বাকি ৩ জন পালিয়ে যায়। এই ঘটনায় খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিস।