নিজস্ব প্রতিবেদন : পণের দাবিতে গৃহবধুকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পগনার নরেন্দ্রপুরের কাদারহাটে। মৃতের নাম শেফালী নস্কর। বয়স ২৬ বছর। অভিযুক্ত স্বামী গৌতম নস্করকে আটক করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, ৬ বছর আগে কাদারহাটের বাসিন্দা গৌতমের সাথে বিয়ে হল শেফালির। পেশায় ব্যবসায়ী গৌতমের একটি মুদিখানার দোকান রয়েছে। বিয়ের তিন বছরের মাথায় শেফালি ও গৌতমের একটি সাড়ে কন্যাসন্তানও হয়।


কিন্তু, বিয়ের পর থেকেই টাকার জন্য স্বামী সহ শ্বশুর ও শাশুড়ি লোকজন শেফালির উপর অত্যাচার শুরু করে বলে মৃতের বাপের বাড়ির লোকের অভিযোগ। এরপর রবিবার রাতে গৌতম শেফালির বাবাকে ফোন করে বলে যে তাঁর মেয়ে অসুস্থ। খবর পেয়ে শেফালির শ্বশুরবাড়ি ছুটে যান তাঁর বাবা। সেখানে গিয়ে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় শেফালির ঝুলন্ত দেহ উদ্ধার করেন তিনি।


আরও পড়ুন, ষষ্ঠীতে খুন জামাই! নুন মাখানো পচাগলা দেহ মিলল শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্কে


মৃতার বাপের বাড়ির তরফে অভিযোগ, খুন করা হয়েছে শেফালিকে। তাদের অভিযোগের ভিত্তিতেই স্বামী গৌতম নস্করকে আটক করেছে সোনারপুর থানার পুলিস। তবে শ্বশুর ও শাশুড়ি পলাতক।