নিজস্ব প্রতিবেদন:  এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ধিরে রণক্ষেত্র বর্ধমানের গলসি।
গলসির ২ নম্বর ব্লকের খানা পঞ্চায়েত কিশোরকোনা গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় গৃহবধূ নাম টুম্পা বেগমের(২৮)।  মৃতার দাদার সেখ মজনু ওরফে বিন্দুর দাবি, টুম্পাকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 তাঁর বক্তব্য, জামাইবাবু মজনু সেখ ওরফে মজিবরের সঙ্গে গ্রামেরই অন্য এক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তারজন্য দশ বারো বছর ধরে টুম্পার উপর মানসিক ও শারিরীক নির্যাতন চালাত পরিবারের লোকজন। এর আগে সেই নিয়ে মামলাও করেছিলেন।
বুধবার সকালে হঠাৎই আত্মহত্যার খবর পেয়ে এসে দেখেন বাড়ির মেঝেতে পড়ে আছে তাঁর বোন।

আরও পড়ুন: তথ্য চুরির অভিযোগ! ভারত, আমেরিকার পর এবার ফ্রান্সেও সমস্যায় TikTok
তাঁর দাবি এক ফুট উপরে শিলিং ফ্যানে কীভাবে গলায় দড়ি দিতে পারে টুম্পা? পরিকল্পিত ভাবে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।