নিজস্ব প্রতিবেদন: স্টার মার্কস পায়নি, কিন্তু ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল। তাতেও মন ভরেনি। হতাশায় আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘিতে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবার সূত্রে খবর, শনিবার উচ্চমাধ্যমিকে ফল প্রকাশ হওয়ায় পর মনমরা হয়ে যায় রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ মাধ্যমিক এর কলা বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা হালদার। এই ছাত্রীর বাবা পেশায় চা দোকানদার। তিনি বলেন, " উচ্চ মাধ্যমিকের ফল  আশানুরূপ না হওয়ায় যখন  নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আমার মেয়ে।"
প্রতিবেশীরাই তাকে  ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন: পরপর ৩ দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়াল, একদিনে মৃত্যু ৬৭১ জনের 

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার এবং স্কুলে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে , যে প্রিয়াঙ্কা ভালই নম্বার পেয়েছিল। তার প্রাপ্ত নম্বর ৩২৩। প্রিয়াঙ্কা যে ধরনের ছাত্রী এই নম্বর তার জন্য ঠিকই আছে। কিন্তু তারপরে কেন যে এটা হল সেটাই কেউ বুঝতে পারছে না।