প্রসেনজিত্ সরদার: দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এল আরও বড় তথ্য। ওই ঘটনায় এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে গুটিয়ারি থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাতে নিজের বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয় এক যুবক। ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকার দিঘিরপাড় গ্রামের ওই ঘটনায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার তদন্তে নামে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির ওসি ফারুক রহমান।


যে যুবকের বাড়িতে বিস্ফোরণ ঘটে তার বাড়িতে তল্লাশি চালতেই পুলিসের চোখ কপালে ওঠে। তার বাড়ি থেকে উদ্ধার হয় ১২টি তাজা বোমা। পাশাপাশি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে  ২টি একনলা বন্দুক ও বোমা তৈরির সরঞ্জাম। বাড়িতে আরও বোমা লুকোনো রয়েছে বলে পুলিসের অনুমান।


বাড়িতে আরও বোমা রয়েছে সন্দেহ হওয়ায় বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিস। ঘটনাস্থলে আসছে সিআইডির বম্ব ডিস্পোজাল স্কোয়াড ও অ্য়ান্টিস্য়াপোটেজ টিম। ধৃতদের আজ আদালতে তোলা হবে।


আরও পড়ুন-এবার নরোভাইরাসের খবর মিলল ভারতে, আক্রান্ত কেরলের দুই খুদে পড়ুয়া 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)