ওয়েব ডেস্ক: স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। এই সন্দেহে এক মহিলার বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুর করার অভিযোগ উঠল আরও এক মহিলা ও তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পিয়ালির পাটুলি পাড়ায়। শুধু ওই গৃহবধূই নন, মারধরের হাত থেকে রেহাই পাননি তাঁর বোনও। ওই মহিলা ও তাঁর বোনকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ সেই মহিলাও পাল্টা মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন।


এদিকে, বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডে মহিলার মুখে স্প্রে করে লুঠ। সুবুদ্ধিপুরে বাড়িতে একাই ছিলেন রূপালী নস্কর। সুযোগ বুঝে ওই সময় বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই মুখে স্প্রে করে গৃহকর্ত্রীকে অচৈতন্য করে ফেলে। ২টি দামি মোবাইল, নগদ টাকা সহ একটি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়িতে ফিরে অসুস্থ স্ত্রীকে  হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। বারুইপুরে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে চলায় ক্ষুব্ধ স্থানীয়রা।